বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফিশারিজ সোসাইটি অফ বাংলাদেশের (এফএসবি) ৩য় দ্বি-বার্ষিক আন্তর্জাতিক সম্মেলনের শুরু পূর্ব সংবাদ পূর্ব সংবাদ প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৪ বাকৃবিতে ফিশারিজ সোসাইটির আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফিশারিজ সোসাইটি অফ বাংলাদেশের (এফএসবি) ৩য় দ্বি-বার্ষিক আন্তর্জাতিক সম্মেলনের শুরু আজ। শনিবার (১৭ ফেব্রয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে দুইদিন ব্যাপী ‘স্মার্ট অ্যাকোয়াকালচার এন্ড ফিশিং ইন এচিভিং এসডিজি’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে মাৎস্য বিজ্ঞান অনুষদ। দুইদিনব্যাপী সম্মেলনে ১৪৩ টি মৌখিক গবেষণা নিবন্ধ ও ৬৬ টি পোস্টার উপস্থাপন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে এফএসবির সভাপতি অধ্যাপক ড. মো. সামছুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্সের সচিব রিয়ার এডমিরাল (অব.) মো. খুরশেদ আলম। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী। সম্মেলনে প্রায় ৩০০জন বৈজ্ঞানিক অংশগ্রহণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, মাৎস্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ. কে. এম. নওশাদ আলম, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান সাঈদ মাহমুদ বেলাল হায়দার, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক জনাব মো নজরুল ইসলাম, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মোহসেনা বেগম তনু, কৃষি গবেষণা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. নাথু রাম সরকার। উপাচার্য বলেন, সময় এসেছে স্মার্ট কৃষি ট্যুল ব্যবহার করার। প্রযুক্তিতে পিছিয়ে পড়লে ভবিষ্যতে দেশের উন্নয়ন বাঁধাগ্রস্থ হবে। দেশের কৃষিকে স্মার্ট করতে স্মার্ট গ্রাজুয়েটের পাশাপশি স্মার্ট কৃষক তৈরি করতে হবে। তবেই কৃষির প্রকৃত উন্নয়ন সম্ভব। তিনি আরও বলেন, বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলেও প্রানিজ প্রোটিন চাহিদার ঘাটতি রয়েছে। মাছের প্রোটিন উৎপাদনে পরিবেশ দূষণ কমানো সম্ভব। এই সেক্টরে ফিশারিজ গ্রাজুয়েটরা বিশেষ ভূমিকা রাখতে পারবে। দেশীয় মাছের স্বাদের কারণে চাহিদা প্রচুর। দাম বেশি হলেও মানুষকে কিনতে দেখা যায়। এডমিরাল (অব.) মো. খুরশেদ আলম বলেন, বাণিজ্যিকভাবে ফিনফিশ, শেলফিশ এবং সামুদ্রিক শৈবালের মেরিকালচার অর্থনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। সম্প্রতি বাংলাদেশ মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার যুগান্তকারী সাফল্য দেখিয়েছে। দেশটি এখন বিশ্বব্যাপী অভ্যন্তরীণ উন্মুক্ত জলে মাছ উৎপাদনে তৃতীয় এবং বৈশ্বিক অ্যাকোয়াকালচার পদ্ধতিতে মাছ উৎপাদনে ৫ম স্থানে রয়েছে। আর এই বিশাল মৎস্য সম্পদকে বিজ্ঞানভিত্তিক ব্যবস্থার মধ্যে আনতে পারলে তা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে। ***************** এস এম আবু সামা আল ফারুকী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ SHARES জেলা/উপজেলা বিষয়: