ভিন্নধর্মী হয়ে মুসলিমদের মাঝে ইফতার বিতরণ প্রশংসায় পঞ্চমুখ তির্ণা কানুনগো।

প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, মে ১, ২০২১

নিজস্ব প্রতিবেদকঃ “গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই,নহে কিছু মহীয়ান” কবির এই কথাটি আমরা সোশ্যাল মিডিয়ায় অনেককেই লিখতে দেখি তবে কথাটি কে বাস্তবে রূপ দিয়েছে চট্টগ্রামের তির্ণা কানুনগো নামের এক হিন্দু শিক্ষার্থী।

তির্ণা তার সোশ্যাল মিডিয়ায় ইফতারসামগ্রীর কিছু ছবি দিয়ে একটি পোস্ট করেন সেখানে তিনি লিখেন

“অসহায়দের ইফতারি দিতে ইচ্ছা হচ্ছিলো। তবে কম বাজেটেও কাউকে খাওয়ানো যায় আজকে বুঝলাম।

বাজেট ছিলো ৫০০ টাকা। এ ৫০০ টাকায় ২৫জন মানুষকে আজ ইফতারি দিলাম। তবে শুধু নিজের টাকা না বোনও শেয়ারে ছিলো আর থ্যাংক ইউ নিবিড় দাস      সাহায্য করার জন্য। সাথে ধন্যবাদ দীপ্তি কানুনগো মা-কেও সুন্দর প্যাকিংয়ে  সাহায্য  করার জন্য।”

এতে দেখা যায় তার ছোট বোন শ্রেয়া কানুনগো ও একটি সামাজিক সংগঠন “ডাকঘর” এর একজন সদস্য নিবিড় দাস এবং তার মা দীপ্তি কানুনগো তাকে সার্বিক সহযোগিতা করেন।

তির্ণা চট্টগ্রামের আসকার দিঘীর পাড়ের স্থানীয় বাসিন্দা। তিনি বর্তমানে চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন শিক্ষার্থী। তির্ণার বাবা শিমুল কানুনগো একজন বেসরকারি চাকুরিজীবী।

অসহায় মানুষের জন্য কিছু করতে যাওয়ার ইচ্ছেটা কবে জন্মেছিল? এমন প্রশ্নের উত্তরে তিনি পূর্ব সংবাদকে জানান “কলেজে থাকাকালীন সময়ে রাস্তার অসহায় মানুষদের জন্য নিজের সাধ্যমত কিছু করার চেষ্টা করতাম। অসহায় মানুষদের জন্য কিছু করার পর নিজের মধ্যে একটা আত্মতৃপ্তি কাজ করে।যখন থেকে আত্মতৃপ্তিকে অনুভব করতে শিখি তখন থেকেই মানুষের জন্য কিছু করার প্রয়াস জাগে।

পূর্ব সংবাদঃ ভিন্নধর্মী হয়েও মুসলিমদের মাঝে ইফতার বিতরণ আপনার এমন উদ্যোগকে পরিবারের ভূমিকা কি ছিল?

তির্ণা কানুনগোঃ শুধু মুসলিম নয় অসহায় মানুষদের জন্য কিছু করার ক্ষেত্রে আমি সবসময়ই আমার পরিবার থেকে সাপোর্ট পায়। অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আসলে বাবা থেকে শিখা। বাবাও  এরকম কাজ করতে পছন্দ করেন।