চট্টগ্রাম ৮ আসনের উপ-নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ডালিপাড়া আওয়ামীলীগ ও যুবলীগ।

প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৩

চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে জমজমাট প্রচার-প্রচারণা করছে ডালিপাড়া আওয়ামীলীগ ও যুবলীগ।

আগামী ২৭ এপ্রিল এ উপ-নির্বাচনে মোট ৫ জন প্রার্থী ভোটযুদ্ধে অংশ নিচ্ছেন।‌ এ আসনের সর্বশেষ সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুতে সংসদীয় আসনটি শূন্য হলে আগামী ২৭ এপ্রিল উপ-নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করা হয়। বাছাইশেষে চূড়ান্ত প্রার্থী তালিকায় এ আসনে মোট ৫ জন রয়েছেন। তাঁরা হলেন : আওয়ামী লীগের নোমান আল মাহমুদ, ইসলামী ফ্রন্ট মনোনীত ও আহলে সুন্নাত ওয়াল জমাআত বাংলাদেশ সমর্থিত অধ্যক্ষ আল্লামা স উ ম আবদুস সামাদ, ইসলামিক ফ্রন্টের এএম ফরিদ উদ্দিন, বিএনএ’র কামাল পাশা ও স্বতন্ত্র প্রার্থী রমজান আলী।

আজ সোমবার বিকেলে চান্দগাঁও থানার অন্তর্গত ডালিপাড়ায় নৌকা প্রতীকের প্রার্থী নোমান আল মাহমুদের সমর্থনে গণসংযোগ শুরু করা হয়।

উক্ত গণসংযোগ উপস্থিত ছিলেন আলহাজ্ব মোহাম্মদ আলী, আলহাজ্ব আব্দুল হামিদ, নুর মোহাম্মদ, মোহাম্মদ হানিফ, মোঃ হেলাল, নাঈমুল হোসেন জুয়েল, মিজানুর রহমান,মোঃ আরজু, মোঃ জাহেদ, রবিউল হোসেন, এরশাদ হোসাইন,  সহ ডালিপাড়া আওয়ামীলীগ ও যুবলীগ’র আরো অন্যান্য সদস্যবৃন্দ।