বানিজ্যিক রাজধানী চট্টগ্রামের মানুষের আন্তরিকতায় আমি মুগ্ধ-অধ্যাপক ডা.স্বপ্নীল

প্রকাশিত: ১২:৪৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৪
  • শ‌হিদুল ইসলাম, সিলেট

বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী, লিভার বিশেষজ্ঞদের জাতীয় সংগঠন অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব লিভার ডিজিজ বাংলাদেশ এবং সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব দ্য লিভারের সাধারণ সম্পাদক, ইউরোশিয়ান গ্যাস্ট্রোএন্টারোলজিকেল অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট, ফোরাম ফর দ্য স্টাডি অব দ্য লিভার বাংলাদেশের চেয়ারম্যান, বিএসএমএমইউ হেপাটোলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ স্টেম সেল অ্যান্ড রিজেনারেটিভ মেডিসিন সোসাইটির সাধারণ সম্পাদক,সিলেটের কৃতি সন্তান,বিশিষ্ট মানবিক চিকিৎসক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লিভার বিশেষজ্ঞ,বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশন প্রধান,জালালাবাদ লিভার ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান ও সিলেট চট্টগ্রাম-ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এর পৃষ্ঠপোষক পরিষদের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ডা.মামুন আল মাহতাব (স্বপ্নীল)

মঙ্গলবার ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেজ-এ কোলাবরেটিভ রিসার্চের উপর সাইন্টেফিক সেমিনারে রেবিস কোলাবরেশন নিয়ে আলোচনা শেষে বা‌ণিজ্যিক রাজধানী চট্টগ্রাম মহানগরীর স্বনামধন্য একটি হোটেল লবিতে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের সম্মা‌নিত উপদেষ্টা, বিশিষ্ট সংগঠক,মানবিক ব্যক্তিত্ব মামুন চৌধুরী ও ফাউ‌ন্ডেশনের চট্টগ্রাম দা‌য়িত্বপ্রাপ্ত মানবিক ব্যক্তিত্ব, সি‌নিয়র সাংবাদিক সরোয়ার আমিন বাবু ফাউন্ডেশনের পক্ষে ফুলেল শু‌ভেচ্ছা সহ অভিনন্দন জানান।

এসময় ডা.স্বপ্নীল বলেন,চট্টগ্রাম ও সিলেটের মানুষের মধ্য আতিথ্যয়তা, আন্তরিকতা সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কৃষ্টি সভ্যতার অসাধারণ মেলবন্ধনের কথা তুলে ধরেন। এবং সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন চট্টগ্রামের নেতৃবৃন্দের আন্তরিকতার সহিত অভ্যর্থনার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।