ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে

প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৪
জয়ন্ত কুমার সিং
  • দেহ বিএসএফ হেফাজতে
  • আহত আরও দুজন

সোমবার ভোররাতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কান্তিভিটা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের গুলিতে এক বাংলাদেশি কিশোর নিহত ও দুইজন আহত হয়েছে।

মৃতের নাম জয়ন্ত কুমার সিং (১৫)।

উপজেলার ধন্তোলা ইউনিয়নের ৩৯৩ নম্বর বিজিবির মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- বেলপুকুর গ্রামের বাসিন্দা মোহাদেব কুমার ও নিতালডোবা গ্রামের বাসিন্দা বাংটু মোহাম্মদ- দুজনেই একই উপজেলার বাসিন্দা এবং রংপুরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির জানান, মরদেহটি বিএসএফের কাছে রয়েছে।

“সীমান্ত এলাকায় তাদের উপস্থিতির কারণ এখনই অজানা।”

বিজিবি ঠাকুরগাঁও ব্যাটালিয়নের (৫০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজির আহমেদ বলেন, আমি ঘটনাটি শুনেছি, আমরা বিষয়টি তদন্ত করছি।

গত ১ সেপ্টেম্বর মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে বিএসএফের গোলাগুলিতে স্বর্ণ দাস (১৬) নিহত হওয়ার ঘটনাটি অনুরূপ।

প্রায় ৪৫ ঘন্টা পর, ৩ সেপ্টেম্বর চাতলাপুর চেকপয়েন্টের মাধ্যমে বিএসএফ তার লাশ বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।