কালীপুর হতদরিদ্র ২০ জন শিক্ষার্থীর পাশে ডাঃ বিজয় দত্ত পূর্ব সংবাদ পূর্ব সংবাদ প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২১ কালীপুর হতদরিদ্র ২০ জন শিক্ষার্থীর পাশে ডাঃ বিজয় দত্ত জসিম তালুকদার, স্টাপ রিপোর্টার (চট্টগ্রাম) অসচ্ছল কৃতি শিক্ষার্থীদের পাশে বাঁশখালীর কৃতি সন্তান হৃদরোগ বিশেষজ্ঞ ডা. বিজয় দত্ত। কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডাঃ বিজয় দত্ত তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী প্রতি বছরের ন্যায় প্রয়াত বাবা-মা সাধন দত্ত- মন্জু দত্ত ফাউন্ডেশন থেকে কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয়ের ১০ জন এবং প্রয়াত দিদি সুমিত্রা দত্ত ফাউন্ডেশন থেকে কালীপুর নাসেরা খাতুন আর কে বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ জন সহ মোট ২০ জন দরিদ্র ছাত্র-ছাত্রছাত্রীকে এসএসসি পরীক্ষার ফরম ফিলাপ এবং বোর্ড ফির সমুদয় অর্থ প্রদান করেছেন। এছাড়া ও পূর্ব নির্ধারিত তিনজন শিক্ষার্থীর পড়ালেখার যাবতীয় খরচ চালিয়ে যাচ্ছেন তিনি। তিনি বলেন তাঁর একটি ক্ষুদ্র স্বপ্ন আছে ; যেন টাকা পয়সার অভাবে কেউ পড়ালেখা থেকে বঞ্চিত না হয় সে চেষ্টা চালিয়ে যাবেন বলে জানান। বাঁশখালীর এই কৃতিসন্তান ডাঃ বিজয় দত্ত অসচ্ছল কৃতি ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোর জন্য কালীপুর তথা বাঁশখালীবাসীর পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা লাভ করেন। SHARES ফিচার বিষয়: