লকডাউনের প্রথম দিনে কেমন চলছে ‘ফটিকছড়িতে’ পূর্ব সংবাদ পূর্ব সংবাদ প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, জুন ২৩, ২০২১ লকডাউনের প্রথম দিনে কেমন চলছে ‘ফটিকছড়িতে’ মুহাম্মদ রায়হান উদ্দিন চট্টগ্রাম প্রতিনিধি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় করোনাভাইরাসের প্রাদূর্ভাব বেড়ে যাওয়ায় ফের লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। আজ ২৩ জুন বুধবার হতে ৩০ জুন পর্যন্ত ফটিকছড়ি উপজেলায় লকডাউন সর্বাত্বক চলবে। গত মঙ্গলবার (২২ জুন) বিকাল ৩টায় জেলা প্রশাসনের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। লকডাউন চলাকালীন সময়ে সকল প্রকার সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান বন্ধে কঠোরভাবে আইন প্রয়োগ করা হয়ছে মুদি দোকান, ঔষধের দোকান ও কাঁচা বাজার ব্যতিত সকল প্রকার দোকান বন্ধ থাকবে। সন্ধ্যা ৬ টার পর ঔষধের দোকান ব্যতিত সকল প্রকার দোকান বন্ধ থাকবে। আন্তজেলা বাস চলাচল করবে তবে ফটিকছড়িতে কোন যাত্রী ওঠানামা করা যাবে না, উপজেলার বাইরে অভ্যন্তরীণ যানবাহন যেতে পারবে না বলেও জানান উপজেলা নির্বাহী অফিসার ফটিকছড়ির বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দেখা যায় সরকারি প্রজ্ঞাপন এর কোন তোয়াক্কা না করে গাড়ি চালাচল ও মানুষের যাতায়াত স্বাভাবিক রয়েছে, লকডাউনের প্রথমদিনেই কঠোর অবস্থানে প্রশাসন। সর্বাত্মক লকডাউন কার্য করে ফটিকছড়ি উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা কারেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহি অফিসার ,নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার, ফটিকছড়ির পৌর মেয়র, ফটিকছড়ি থানা ইনচার্জ সহ সঙ্গীয় ফোর্স সহ অন্যান্যরা উপস্থিত এর মাধ্যমে তৎপরতা চালাই। SHARES বিশেষ সংবাদ বিষয়: