তাজকিয়ার ফটিকছড়ি সরকারি কলেজ, ও উপজেলা, সহ বিভিন্ন কলেজ শাখা গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা পূর্ব সংবাদ পূর্ব সংবাদ প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২২ তারুণ্যনির্ভর যুব সংগঠন তাজকিয়া ফটিকছড়ি সরকারি কলেজ জোন, ফটিকছড়ি উপজেলা জোন সহ অসংখ্য কলেজ মাদ্রাসায় জোন গঠনের লক্ষ্যে ফটিকছড়ি সরকারি কলেজ মসজিদে দ্বিতীয় বারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে তাজকিয়া কেন করতে হবে? তাজকিয়ার কাজ কি? ও তাজকিয়া সম্পর্কে আলোচনা, ছাত্রদের বিভিন্ন বিষয়ের প্রশ্নের উত্তর পর্ব ও মতবিনিময় সভার প্রধান অতিথি ছিলেন তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদ এর সুযোগ্য সভাপতি জনাব মোঃ আরেফিন রিয়াদ মহোদয়। এতে আরো বক্তব্য রাখেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, ফটিকছড়ি উপজেলা ‘গ’জোনের সাংগঠনিক সমন্বয়ক মোঃ আনিস উদ্দিন সোহেল, তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদ এর সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল হুদা ইপু এতে। উপস্থিত ছিলেন ফটিকছড়ি সরকারি কলেজ আইসিটি বিভাগের শিক্ষক মোঃ কুতুব উদ্দীন চৌধুরী ও ফটিকছড়ি সরকারি কলেজ এর দাপ্তরিক কর্মকর্তা জনাব মোস্তাফিজ রহমান (মুকুট), মোঃ ইব্রাহিম খলিল জাবেদ, মোঃ ইকবাল হোসেন,মোঃ সাকিল,মোঃ জাবেদসহ আরো বিভিন্ন কলেজের অসংখ্য ছাত্র। সভার শেষে তাজকিয়া ফটিকছড়ি সরকারি কলেজ এর পক্ষ থেকে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নেওয়া হয় ফটিকছড়ি সরকারি কলেজ এর অধ্যাপক জনাব মোঃ মনিরু জ্জামান স্যার কে ও তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদ এর সভাপতি আরেফিন রিয়াদ কে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় তাজকিয়া ফটিকছড়ি সরকারি কলেজ (প্রস্তাবিত) জোনের পক্ষ হতে।l SHARES বিশেষ সংবাদ বিষয়: