তেজগাঁওয়ের মোল্লাবাড়ি বস্তিতে অগ্নিকাণ্ডে ২ জন নিহত হয়েছেন পূর্ব সংবাদ পূর্ব সংবাদ প্রকাশিত: ১১:৩৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৪ ভোর ৩টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে রাজধানীর তেজগাঁও এলাকায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) গেট সংলগ্ন মোল্লাবাড়ি বস্তিতে অগ্নিকাণ্ডে দুইজন নিহত হয়েছেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৩টি ইউনিটের প্রচেষ্টায় শনিবার ভোর ৩টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এছাড়া আরো কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী শনিবার ভোরে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তেজগাঁওয়ের বিএফডিসি গেটের কাছে মোল্লাবাড়ি বস্তিতে আগুন লাগার খবর আসে রাত ২টা ২৩ মিনিটে। কয়েক মিনিট পর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর ভোর ৩টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তেজগাঁও, মোহাম্মদপুর, সিদ্দিকবাজার, মিরপুর ফায়ার স্টেশনের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। SHARES বিশেষ সংবাদ বিষয়: