চট্টগ্রাম রাউজান প্রখ্যাত অলিকুল শিরোমনি মুহাম্মদ শাহ্ (র.) এর সংক্ষিপ্ত জীবনী।

প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, মার্চ ১, ২০২১

চট্টগ্রাম রাউজান প্রখ্যাত অলিকুল শিরোমনি মুহাম্মদ শাহ্ (র.) এর সংক্ষিপ্ত জীবনী।

মুহাম্মদ রায়হান উদ্দিন।
চট্রগ্রাম প্রতিনিধি।

মোহাম্মদিয়া দরবার শরীফ, ১৩২১ সালের এক বৈশাখে সোমবার ২৮ ফাগুন পিতা-মাতার ঘর আলোকিত করে শিশু মুহাম্মদ জন্মগ্রহণ করেন, জন্মের পর থেকেই তাহার মধ্যে পূর্ণ শরীয়ত ভাবমূর্তি বিরাজ করত, মাতা-পিতার পূর্ণ শরীয়তের মধ্যে দিয়ে শিশুর নাম রাখলেন, হযরত আকার শ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামনুসারে রাখলেন, নামের ব্যক্তিকে সর্বগুনে গুণান্বিত করার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা জানান , পরম করুণাময় আল্লাহ তাআলা তাদের এই দোয়া কবুল করলেন এবং এই মাওলানা মুহাম্মদ শাহ্’কে একজন যোগশেষ্ঠ আল্লার অলি হিসেবে ধরাধমে প্রসিদ্ধি লাভ করেন, বাল্যকাল থেকেই এই শিশু মুহাম্মদ ছিলেন সমবয়সী ছেলেদের থেকে বিভিন্ন সভাবের যাতে করে অন্য ছেলেদের সাথে খেলাধুলা মেলামেশা ও হাসি-তামাশা করতে দেখা যেত না, কারণ, খোদ খোদার নুরের তজল্লি যার হৃদয়ে সদা আলোড়ন সৃষ্টি করছে তাঁর কি আর পার্থিব খেলা ধুলা ভালো লাগে,তার হৃদয় এশকে, এলাহি উত্তপ্ত শিখা এলাহির দিদার লাভে সদা নিমগ্ন থাকত, তার ভাবমূর্তির ও চারিত্রিক বৈশিষ্ট্য ও গুণাবলী দেখে তা আপন চাচা আলহাজ্ব চান মিয়া সওদাগর,আরবি শিক্ষায় শিক্ষিত করার করার জন্য চাট্রগাঁর প্রখ্যাত সর্বপ্রথম ঐতিহ্যবাহী দারুল উলুম আলীয়া মাদ্রাসায় ভর্তি করে দেন, পরবর্তীতে মাদ্রাসা থেকে ফাজিল পরীক্ষা কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে মাওলানা উপাধি ভূষিত হন,মাদ্রাসায় অধ্যায়েন কালে প্রায় ১৩বছর বয়সের প্রখ্যাত হেকিম অলিকুল শিরোমনি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানা বেতাগীস্হানে গৌছে জমান হযরত হাফেজ হাকিম মাওলানা মুহাম্মদ বজলুর রহমান মোজাহারে মক্কী (রাঃ) এর সান্নিধ্য লাভ করেন এবং বায়াত গ্রহণ করেন, ও ছেহাহ্ ছিত্তাহ্ পড়ার জন্য হিন্দুস্তানের জমিনে মুরাদাবাদ মাদ্রসায় ভর্তি হন মুহাদ্দিসগনের সান্নিধ্য শিক্ষা প্রাপ্ত হয়ে টাইটেল প্রথম স্হান লাভ করেন। মুহাম্মদ শাহ্ জীবিত কালে দেখেছিলেন অনেক অলোকিক ঘটনা , ১৯৭৭সালে ৫৬বছর বয়সের পরলোকগমন করেন, মুহাম্মদ শাহ্ জীবিত থাকতে প্রত্যেক বছরের ১৩মার্চ ২৮ফালগুন রাসুল করিম (সা:) এর সমস্ত পায়গম্বর আউলিয়াকেরাম ও বিশ্বের সকল মুসলিম ভাই বোনদের ফাতেয়া শরিফ করে যেতেন, যাহ এখনও পরিবারবর্গদের মাঝে বিদ্যমান রয়েছে,এতে দূর-দূরান্ত থেকে আশা ভক্ত মুরিদ আশেকগন তাহার সান্নিধ্য লাভের আশায় মাজার শরীফের বির জমান এইদিনে।