হারুয়ালছড়ির ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার হাটহাজারীতে।

প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, মে ৪, ২০২১

হারুয়ালছড়ির ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার হাটহাজারীতে।

মোহাম্মদ রায়হান উদ্দিন।
চট্রগ্রাম প্রতিনিধি।

হাটহাজারী ধলইতে মো. জসিম(৩৫) নামে এক কাপড় ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। মঙ্গলবার(২২ অক্টোবর) ভোর ৭টায় উপজেলার ধলই ইউনিয়ন ৩নং ওয়ার্ড এলাকায় শাহজাহান শাহ দরবারের পাশের রেললাইন থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত জসীম একজন কাপড় ব্যবসায়ী। তার দুটি সন্তান রয়েছে। নিহতের বাড়ি ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার ৫নং হারুয়ালছড়ি ইউনিয়ন শান্তিরহাট সিদ্দিক হাজির পুত্র।

নিহতের ভাই ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে দোকানের মালামাল ক্রয় করার জন্য চট্টগ্রাম শহরে যায়। রাত ৮টায় চট্টগ্রাম শহরের মুরাদপুর এলাকা থেকে মুঠোফোনে সর্বশেষ কথা হয় বলে জানান নিহতের ছোট ভাই পারভেজ। এরপর থেকে মোবাইল বন্ধ পেলে নিহতে ভাই পারভেজ খোঁজাখুঁজি করে। একপর্যায়ে খোঁজ না পেয়ে হাটহাজারী থেকে সোমবার ভোর ৬টায় সিএনজি অটোরিকশা যোগে পারভেজ বাড়ি উদ্দেশ্য রওনা হয়। পথে হাটহাজারী-ফটিকছড়ি মহাসড়কে শাহাজাহান শাহ দরবারের গেইটের পাশে লোকজনের ভিড় দেখতে পায়। এতে সন্দেহ হলে গাড়ি থেকে নেমে সেখানে গিয়ে তার ভাই জসিমের গামছা মোড়ানো ঝুলন্ত অবস্থায় দেখে। পরে পরিবার ও মডেল থানা পুলিশকে খবর দেয়।

সংবাদ পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্তের জন্য লাশ চমেক হাসপাতালের মর্গে প্রেরন করে। পরিবারের দাবী নিহত জসিম প্রতিহিংসার শিকার হয়েই পরিকল্পিত হত্যা করা হয়েছে।

মডেল থানা পুলিশের এসআই মো. জসীম জানান, লাশের শরীরে কোন আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও সূত্রে জানা যায়।