লোহাগাড়ায় পশ্চিম পদুয়া পি.এম.সি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, জুন ২০, ২০২১

লোহাগাড়ায় পশ্চিম পদুয়া পি.এম.সি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

মোঃ রিয়াজ উদ্দীন ; চট্টগ্রাম

লোহাগাড়ার পদুয়া পি.এম.সি ক্রীড়া এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত পশ্চিম পদুয়া পি.এম.সি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের জমজমাট ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। পিউরিয়া ফুড প্রোডাক্টস লিঃ লোহাগাড়া জোনের সুপার ভাইজার আবছার উদ্দিন পক্ষ থেকে অতিথি সহ দর্শকদের গোলাপ ফুল ও পিউরিয়া কেক দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন

শুক্রবার ১৮ জুন বিকেলে পশ্চিম পদুয়া মালি পাড়া মাঠে অনুষ্ঠিত জমজমাট ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে পদুয়া জগন্নাথ ক্লাব ফুটবল একাদশ বনাম করইয়া নগর অল স্টার ফুটবল একাদশ।

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ৬০মিনিটের টানটান উত্তেজনাময় খেলা শুরুর প্রথমার্ধের ১৫ মিনিটের মাথায় ১টি এবং দ্বিতীয়ার্ধের ২০মিনিটের মাথায় আরো একটি গোল করে করইয়া নগর অল স্টার ফুটবল একাদশ ২-০ গোলে এগিয়ে থাকে। পরে দ্বিতীয়ার্ধের ২৫মিনিটের মাথায় পেনাল্টি ছুটে একটি গোল পরিশোধ করে পদুয়া জগন্নাথ ফুটবল একাদশ। উক্ত ফাইনাল খেলায় ২-১ গোলে করইয়া নগর অল স্টার ফুটবল একাদশ বিজয় লাভ করে।

পশ্চিম পদুয়া পি.এম.সি ক্রীড়া এসোসিয়েশনের সদস্য সচিব ও টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মো. আরিফ উদ্দিনের পরিচালনায় খেলায় প্রধান অতিথি ছিলেন, পদুয়া ইউপি চেয়ারম্যান মো. জহির উদ্দিন, উদ্বোধক ছিলেন চট্টগ্রাম তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সভাপতি আবু তালেব, গেষ্ট অব অনার ছিলেন তামাকুমন্ডি লেইন বণিক সমিতির যুগ্ন-সম্পাদক মোজাম্মেল হক।

বিশেষ অতিথি ছিলেন, তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দিন, ইউপি সদস্য কাউছার উদ্দিন, লোহাগাড়া বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু তালেব রুবেল,
বিশিষ্ট ব্যবসায়ী আবুল হাসেম, পিউরিয়া ফুড প্রোডাক্টস লিঃ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সিনিয়র অফিসার এরশাদ হোসেন হিরু, কক্সবাজার জোনের। সহ কর্মকর্তা রিয়াজ উদ্দীন লোহাগাড়া শাখার সুপারভাইজার মো.আবছার উদ্দিন, যুবলীগ নেতা টিপু, যুবলীগ নেতা শহিদুল ইসলাম, নজরুল ইসলাম বাবুল, মো. মিন্টু, সোলাইমান, উপজেলা ছাত্রলীগের অর্থ সম্পাদক ইলিয়াছ সানি প্রমুখ।

এছাড়াও চট্টগ্রাম তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সিনিয়র নেতৃবৃন্দ, পিউরিয়া ফুড প্রোডাক্টস লিঃ এর কর্মচারীবৃন্দ এবং এলাকার মান্যগণ্য মুরব্বি সহ ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন।

খেলা পরিচালনা করেন, বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ক্রীড়া শিক্ষক মো. আলমগীর, শিল্পী খলিলুল্লাহ সোহাগ ও মো.রাকিব।
ধারাভাষ্যে ছিলেন চট্টগ্রামের জনপ্রিয় ধারাভাষ্যকার লোহাগাড়ার কৃতি সন্তান মো. সেলিম উদ্দিন।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ ঘোষনা করেন
করইয়া নগর অল স্টার ফুটবল একাদশের ১০নং জার্সি পরিহিত খেলোয়াড় মো. সাইফুল ইসলামকে।
টুর্ণামেন্টের সেরা গোল রক্ষক নির্বাচিত হন জগন্নাথ ক্লাব ফুটবল একাদশের গোল রক্ষক অনুকূল। খেলা শেষে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ট্রপি তুলে দেন অতিথিরা।

প্রধান অতিথির বক্তব্যে পদুয়া ইউপি চেয়ারম্যান জহির উদ্দিন খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, খেলায় জয় পরাজয় আছে। একপক্ষ হারবে এবং অপর পক্ষ জিতবে। এটাই ফুটবল খেলার নিয়ম।
যে পরাজয়কে হাসিমুখে মেনে নিতে পারে সে ই বার বার বিজয় লাভ করতে পারে। তাই সু-শৃঙ্খলভাবে এই ফাইনাল খেলা উপহার দেয়ার জন্য খেলোয়াড়দের আহবান জানান তিনি।

পিউরিয়া ফুড প্রোডাক্টস লিঃ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সিনিয়র অফিসার এরশাদ হোসেন হিরু বলেন, যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। এই ধরনের যে কোন খেলার আয়োজনে পিউরিয়া ফুড় প্রোডাক্টস লিঃ পাশে থাকবে বলে আশ্বস্ত করেন।

পিউরিয়া ফুড প্রোডাক্টস লিঃ কক্সবাজার জোনের সহ কর্মকর্তা রিয়াজ উদ্দীন বলেন, করোনার এই ক্লান্তিলগ্নে যুব সমাজের এই সাহসী উদ্যোগকে অভিনন্দন জানান। পিউরিয়া ফুড় প্রোডাক্টস লিঃ এর পক্ষ থেকে ভবিষ্যতে সাথে থাকার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।

পিউরিয়া ফুড প্রোডাক্টস লিঃ লোহাগাড়া শাখার সুপারভাইজার মো.আবছার উদ্দিন বলেন, খেলাধুলার প্রতি শিশু, কিশোর ও যুব সমাজের আগ্রহ সৃষ্টি করতে পরিবারের পাশাপাশি গণমাধ্যম কর্মীদের ভূমিকা অতুলনীয়। তাই গণমাধ্যম ভাই বোনদের প্রতি অনুরোধ থাকবে আগামীর ভবিষ্যত প্রজন্মকে সুন্দর সমাজ ও দেশ বির্নিমানে তাদের কাজগুলোকে আপনাদের লেখনীর মাধ্যমে প্রকাশ করলে তারা মাদকের করালগ্রাস থেকে রক্ষা পাবে।