বাকৃবিতে বিএসভিইআরের বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধন পূর্ব সংবাদ পূর্ব সংবাদ প্রকাশিত: ১০:৪৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৪ ফারুকী, বাকৃবি : ‘স্মার্ট ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড ওয়ান হেলথ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি অ্যাডুকেশন অ্যান্ড রিসার্চের (বিএসভিইআর) ৩০তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি)বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে সকাল ১০টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ বছর সম্মেলনে ‘বার্ষিক লেকচার অ্যাওয়ার্ড’ পেয়েছেন সার্জারি ও অবস্টেট্রিকস বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে সাবেক উপাচার্য এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য অধ্যাপক ড. এম. গোলাম শাহি আলম। বিএসভিইআর এর সভাপতি ও বাকৃবির সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. ফরিদা ইয়াসমীন বারির সভাপতিত্বে ও বিএসভিইআর এর সাধারণ সম্পাদক ও মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. আরিফুল ইসলামের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. এম. গোলাম শাহি আলম। সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল আউয়াল, কৃষি গবেষণা ফাউন্ডেশনের (কেজিএফ) সিনিয়র বিশেষজ্ঞ নারেশ চন্দ্র দেব বার্মা, ইন্টার এগ্রোভেট বিডি’র ব্যবস্থাপনা পরিচালক ডা. এ. কে. এম খসরুজ্জামান। অধ্যাপক ড. এম. গোলাম শাহি আলম বলেন, ভেটেরিনারি গ্রাজুয়েটদের আরও দক্ষতাসম্পন্ন হতে হবে। দক্ষতা বাড়াতে না পারলে আমাদের গ্রাজুয়েটরা আন্তর্জাতিক কর্মবাজারে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবেন না। এজন্য আমাদের ছাত্রদের বেসিক ডিজিটাল স্কিল, কমিউনিকেশন স্কিল, পারস্পরিক সহযোগিতা, নেতৃত্ব গুণাবলির বিকাশ ঘটাতে হবে। তিনি আরো বলেন, ছাত্র শিক্ষক সুসম্পর্ক বাড়ানো খুবই জরুরি। শিক্ষক যদি ছাত্রদের অনুপ্রেরণা না দিতে পারেন তাহলে এই ব্যর্থতার দায় শিক্ষকদেরই। বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী বলেন, স্মার্ট কারিকুলাম, স্মার্ট গ্রাজুয়েট ও স্মার্ট খামারির মাধ্যমে দেশের কৃষির উন্নয়ন সম্ভব। বিএসভিইআর ভেটেরিনারি শিক্ষা ও গবেষণা উন্নয়নে কাজ করে। স্মার্ট ভেটেরিনারি তৈরিতে যুগোপযোগী কারিকুলামের আওতায় আনতে হবে। তিনি আরও বলেন, বর্তমান বিশ্ব উৎপাদনশীল কৃষি থেকে গুণগত কৃষির দিকে ঝুঁকছে। কৃষিতে চতুর্থ শিল্প বিল্পব আনতে প্রযুক্তি নির্ভর স্মাট কৃষির বিকল্প নেই। বিএসভিইআর আয়োজক কমিটি সূত্রে জানা যায়, সম্মেলনটিতে দেশের ৪০০ জন ভেটেরিনারি গবেষক, শিক্ষাবিদ, মাঠপর্যায়ের ভেটেরিনারিয়ান, উদ্যোক্তা ও নীতিনির্ধারকরা অংশ নিয়েছেন। একটি বার্ষিক বক্তৃতাসহ দুইটি পূর্ণাঙ্গ বক্তৃতা, একটি মূল প্রবন্ধ, ৬৮টি মৌখিক গবেষণা প্রবন্ধ এবং ৭৮টি পোস্টার সম্মেলনে উপস্থাপন করা হবে। আজ (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। আগামীকাল (২৫ ফেব্রুয়ারি) প্লেনারি সেশন ও পোস্টার সেশন অনুষ্ঠিত হবে। SHARES জেলা/উপজেলা বিষয়: