নতুন মন্ত্রিসভা সাজানোর জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ জানান – অধ্যাপক সৈয়দ আহসানুল আলম

প্রকাশিত: ১১:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৪
  • সম্প্রতি এক ফেইসবুক স্টেটাস এ অর্থনীতিবিদ ও চেয়ারম্যান, এনবিইআর
    অধ্যাপক সৈয়দ আহসানুল আলম জানান

বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্ভুত পরিস্থিতিতে মন্ত্রী সভা নতুন করে সাজানোর জন্য আপাকে ধন্যবাদ জ্ঞাপন করছি।
একজন অর্থনীতিবিদ হিসাবে মনে করি, ২০২৪ এর মূল চ্যালেঞ্জ প্রত্যেকটা মানুষের জন্য দুবেলা পেট ভরে খেয়ে শান্তিতে ঘুমানোর ব্যবস্থা করা। চাঁদাবাজি ও চাঁদাবাজদের শিকার যেন না হয় বাংলাদেশের সাধারণ মানুষ। দুর্ভিক্ষের আঁচর তাদের যেন স্পর্শ না করে। বাংলাদেশের রপ্তানিকারক, রেমিট্যান্স যোদ্ধা, বিদেশে অবস্থানকারী বাঙালি এক্সপার্ট, বিদেশে বাঙালি ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী, বাংলাদেশি বংশদ্ভূত বিদেশি নাগরিকের প্রতিটি ডলার যেন দেশে ফিরে আসে সেটা নিশ্চিত করা। পরাশক্তিগুলোর সাথে ভারসাম্য মূলক পররাষ্ট্র নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করা অতিব জরুরি বলে আমি মনে করি। মাননীয় প্রধানমন্ত্রী আমার এই বিনীত অনুরোধ রক্ষা করবেন বলে বিশ্বাস করি।

অধ্যাপক সৈয়দ আহসানুল আলম
অর্থনীতিবিদ ও চেয়ারম্যান, এনবিইআর