বিএনপি নেতাদের উচিত কালো কাপড়ে মুখ ঢেকে রাখা : কাদের

প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৪
  • বলেছেন নতুন সরকার নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানোর উদ্যোগকে অগ্রাধিকার দিচ্ছে
  • বিএনপির কালো পতাকা বিক্ষোভের রাজনৈতিক জবাব দেবে আওয়ামী লীগ

বিএনপি নেতাদের কালো কাপড়ে মুখ ঢেকে রাখার পরামর্শ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের মানুষ দলটিকে আরও পাঁচ বছর প্রত্যাখ্যান করেছে।

“আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে; আমরা তাদের রাজনৈতিক কর্মসূচির রাজনৈতিকভাবে জবাব দেব,” সোমবার বিকেলে দলের ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির আসন্ন কালো পতাকা নিয়ে দেশব্যাপী মিছিলের বিষয়ে বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের।

মঙ্গলবার শুরু হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এমন দিনে রাষ্ট্রপতি যখন সংসদে ভাষণ দেবেন, তখন বিএনপি কালো পতাকা নিয়ে বিক্ষোভ করবে বলে জানান কাদের।

মন্ত্রী আরও পরামর্শ দেন, বিএনপি যেন তাদের নেতাদের বাড়িঘর ও অফিস কালো কাপড় দিয়ে ঢেকে দেয়। তিনি আরো বলেন, ৭ জানুয়ারি যেভাবে লাল কার্ড দেখানো হয়েছিল বিএনপি নেতাদের আরও পাঁচ বছর কালো কাপড়ে মুখ ঢেকে রাখতে হবে।

বিএনপির অপচেষ্টার জবাব দিয়ে আওয়ামী লীগকে কোনোভাবেই ক্ষমতাচ্যুত করা হবে না বলে আস্থা প্রকাশ করেন কাদের।

এদিকে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর উদ্যোগ নিয়ে আলোচনা করে তিনি বলেন, নবগঠিত সরকার তার মেয়াদের শুরু থেকেই এই বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছিল।