সামাজিক সংগঠন ঐকতানের পক্ষ হতে প্রতিবারের মত ১১০ জন অসহায় ও মাদ্রাসা ছাত্রদের মাঝে কাঁচা ইফতার বিতরন।

প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, মে ২, ২০২১

সামাজিক সংগঠন ঐকতানের পক্ষ হতে প্রতিবারের মত ১১০ জন অসহায় ও মাদ্রাসা ছাত্রদের মাঝে কাঁচা ইফতার বিতরন।

ঐকতান এর পক্ষ হতে প্রতিবারের মত এবারেও রমজানের শুরুতে প্রথম ধাপে ১১০ জন অসহায় ও মাদ্রাসা ছাত্রদের মাঝে কাঁচা ইফতার বিতরন করা হয়।

আলহামদুলিল্লাহ,
আল্লাহপাকের অশেষকৃপা ও আপনাদের সহযোগিতায় সমাজ উন্নয়ন মুলক সংগঠন ঐকতান এর পক্ষ হতে প্রতিবারের মত এবারেও রমজানের শুরুতে #প্রথম_ধাপে ১১০ জন অসহায় ও মাদ্রাসা ছাত্রদের মাঝে কাঁচা ইফতার বিতরন করা হয়।

এর ধারাবাহিকতায় #দ্বিতীয়_ধাপে আরো ৩৫ জন দুঃস্থ অসহায়ের মাঝে কাঁচা ইফতার বিতরন করা হয়।

করোনা কালীন এই সময়ে দুস্থদের খাবার সংকট তৈরি হওয়ায় ঐকতান এর ঈদবস্ত্র কার্যক্রম স্থগিত করে #তৃতীয়_ধাপে আজ আবারও ৩৫ জন দুস্থ মানুষের মাঝে কাঁচা ইফতার এবং ৩৫০ জন রোজাদারদের মাঝে রান্না করা খাবার বিতরন করে।

এ ছাড়া রমজানের পুরো মাস জুড়ে শীতল ঝর্না আবাসিক কল্যাণ সমিতি এলাকার ৪ টি মাসজিদের মুসল্লিদের ইফতারে ও তারাবিতে আগত মুসল্লিদের মাঝে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হবে।

সবশেষে যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে,পরামর্শ দিয়ে আমাদের এই কাজে সহয়তা করেছেন তাদের সবাইকে ঐকতানের পক্ষ হতে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
ইভেন্টের সমাপ্তি ঘোষনা করে সেই সাথে সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ মোস্তাফিজ সভাপতি শাকিল মাহমুদ কে অসংখ্য ধন্যবাদ জানায় আহবায়ক হিসেবে সফলভাবে ইভেন্ট শেষ করার জন্য৷