নগরির লালখান বাজারে এক নারীকে হত্যা করে আত্যহত্যা বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা। পূর্ব সংবাদ পূর্ব সংবাদ প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২১ নগরির লালখান বাজারে এক নারীকে হত্যা করে আত্যহত্যা বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা। মুহাম্মদ রায়হান উদ্দিন। চট্রগ্রাম প্রতিনিধি। জানা যায় চেমন আরা বেগম রোকসানা (কাজল) নামের ৪২ বছরের এক নারীকে হত্যা করে আত্যহত্যা বলে ধামাচাপা দেওয়া হচ্ছে। চেমন আরা বেগম রোকসানা (কাজল) তার স্বামীর সাথে মনমালিন্য হলে, তিনি তার মেয়েদের কাছে থাকত।তার দুই মেয়ে দুই ছেলে। গত ২৫ দিন আগে সে তার সৎ বোন রোজি আক্তার এর নিকট যায়। সেই থেকে তাকে খুজে পাওয়া যাচ্ছিল না। হঠাৎ ২৫ দিন পর তার মেয়েরা শোনে যে, তাদের মা ফাঁস খেয়ে মারা গিয়েছে। দাফন কাফনের জন্য তাকে গোসল দিতে গেলে তার শরীরে বিভিন্ন আগাতের চিহ্ন পাওয়া যায়। এই বিষয়ে খুলশি থানার ওসি শফিককে জানানো হলে ওনি বলেন ” এটি অপমৃত্যু মামলা হয়ে গিয়েছে, আর কোন মামলা নেওয়া যাবে না”। মহিলা কাউন্সিলর আনজুমানকে জানানো হলে ওনি বলেন ” আপনারা কেস না করে সামাজিকভাবে একটা বৈঠকে আসতে পারেন।” এখন প্রশ্ন হল তারা কি কেও চান না? এইটার সুষ্ঠু তদন্ত হোক এবং সুষ্ঠ বিচার হোক। নিহতের স্বজনরা এইটির একটা সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই। তার মেয়েদের প্রশ্ন “আমার মা লালখান বাজার কিভাবে পৌছালো,আমার মাকে মেরে ফেলা হয়েছে “। খুলসি থানার ওসি জানায় নিহতের দুটো সিমই ঘটনা স্থলে পাওয়া যায় নি। এবং পুলিশ যাওয়ার আগেই লাশ নামিয়ে ফেলা হয়েছিল, কেউ তাকে ঝুলন্ত অবস্থায় পায়নি। SHARES গণমাধ্যম বিষয়: