প্রতি সংগঠন থেকে ৫ জন যেতে পারবেন শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে:সিএমপি পূর্ব সংবাদ পূর্ব সংবাদ প্রকাশিত: ১২:৩৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২১ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠন থেকে সর্বোচ্চ পাঁচজনকে যেতে বলেছে চট্টগ্রাম মহানগর পুলিশ(সিএমপি)। সর্বোচ্চ দুইজনকে একসঙ্গে যেতে বলা হয়েছে ব্যক্তি পর্যায়ে। মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে শহীদ মিনার এলাকায়। একুশে ফেব্রুয়ারি ঘিরে বন্দরনগরীতে যান চলাচল নিয়ন্ত্রণ বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উদযাপন সুশৃঙ্খল করতে শুক্রবার চট্টগ্রাম মহানগর পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব পরামর্শ দেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে লালদিঘীর পাড় সোনালী ব্যাংক, জহুর হকার্স মার্কেট, আমতল, তিনপুল ও বৌদ্ধ মন্দির থেকে শহীদ মিনার সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে শনিবার রাত ৯টা থেকে পরদিন শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষ না হওয়া পর্যন্ত। SHARES Uncategorized বিষয়: