ফটিকছড়িতে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু পূর্ব সংবাদ পূর্ব সংবাদ প্রকাশিত: ১২:০৬ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২১ ফটিকছড়িতে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু মুহাম্মদ রায়হান উদ্দিন। চট্রগ্রাম প্রতিনিধি। চট্টগ্রামের ফটিকছড়িতে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ ১১ মে (মঙ্গলবার) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার সমিতিরহাট ইউনিয়নের ছাদেকনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম রাইসা মনি। তার বয়স ৮ বছর। সে ওই এলাকার প্রবাসী দিল মোহাম্মদ এর কন্যা। জানা গেছে, মঙ্গলবার সকালে প্রচণ্ড ঝড়ো হাওয়ার সময় রাইসা মনি ঘর থেকে বেরিয়ে বাড়ির উঠানে আম কুড়াচ্ছিল। এ সময় বিকট শব্দের বজ্রপাত হলে সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে সে। তাকে বাঁচাতে গিয়ে রাইসার মাও গুরুতর আহত হয়। পরে প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শিশু রাইসাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত শিশুর মা রোকসানা আক্তারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়। SHARES গণমাধ্যম বিষয়: