জাপান-বাংলাদেশ গ্লোবাল নার্সিং কলেজের মাধ্যমে সম্পর্ক আরো গভীর হবে

প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৪
  • প্রধান উপদেষ্টা :- ড: তৌহিদ মোহাম্মদ ফয়সাল কামাল চৌধুরী
জাপানের রাষ্ট্রদূত আইওমা কিমিনরি বলেছেন, ‘জাপানের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্ক। জাপান-বাংলাদেশ গ্লোবাল নার্সিং কলেজের মাধ্যমে সম্পর্ক আরো গভীর হবে। এখানে শিক্ষার্থীদের ৪ বছর মেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা হবে। জাপনি ও ইংরেজি ভাষা শেখানো হবে তাদের। প্রশিক্ষণ শেষে উপযুক্ত শিক্ষার্থীরা জাপানে কর্মসংস্থানের সুযোগ পাবেন।’
রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইলের লোহাগড়া উপজেলার দাসেরডাঙ্গা গ্রামে জাপান-বাংলাদেশ গ্লোবাল নার্সিং কলেজ নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।