তথ্যমন্ত্রীর নাম ভাঙ্গিয়ে রাঙ্গুনিয়ায় অবৈধ বালুর মেশিন স্থাপন।

প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২১

নিজস্ব প্রতিবেদকঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সারাদেশে চলছে উন্নয়ন মূলক স্থাপনা সেই উন্নয়ন মূলক স্থাপনা থেকে পিছিয়ে নেই চট্টগ্রামের রাঙ্গুনিয়া।

রাঙ্গুনিয়ার কৃতিসন্তান তথ্যমন্ত্রী ড হাছান মাহমুদ নিরলস পরিশ্রম করে যাচ্ছেন রাঙ্গুনিয়া কে আধুনিক উপজেলা গড়ার লক্ষ্যে তবে তথ্যমন্ত্রীর সে স্বপ্নযাত্রা কে বাধাগ্রস্ত করতে তৎপর হয়ে আছেন একদল অসাধু ব্যবসায়ী। তারা নামে-বেনামে স্থাপন করছে অবৈধ বালু উত্তোলনের মেশিন।

 

রাঙ্গুনিয়ার দক্ষিণ রাজানগর ইউনিয়নের রাজার হাট বাজারের দক্ষিণ পাশে ইছামতি নদীর পাড়ে স্থাপন করা হয়েছে অবৈধ বালু উত্তোলনের মেশিন স্থানীয় কয়েকজনের সাথে কথা বললে তারা জানান এই মেশিন ২ নং ওয়ার্ডের মেম্বার ইউসুফ ও রাঙ্গুনিয়া কৃষকলীগের সভাপতি আব্দুল মান্নান তালুকদার স্থাপন করেছে বলে জানান।

বিষয়টি নিয়ে আব্দুল মন্নান তালুকদারের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান এই জায়গা তিনি লিজ নিয়েছেন এবং তথ্যমন্ত্রীর ভাই এরশাদ মাহমুদের লাইসেন্স দিয়ে তিনি এ ব্যবসা পরিচালনা করছে বলে জানান তবে লিজা এবং লাইসেন্স সংক্রান্ত কাগজ দেখতে চাওয়ার কথা বললে তিনি সাংবাদিকের ওপর চড়াও হয়ে উঠেন।

বিষয়টি রাঙ্গুনিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমানকে জানালে তিনি অবৈধ বালুর মিশনটি আগুন দিয়ে জ্বালিয়ে দেয় ও আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেন।