বাঁশখালীতে ঢিলেঢালা লকডাউন মামলা ও জরিমানা পূর্ব সংবাদ পূর্ব সংবাদ প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২১ বাঁশখালীতে ঢিলেঢালা লকডাউন মামলা ও জরিমানা জসিম তালুকদার (বাঁশখালী) দেশ জুড়ে ৭দিনের লকডাউনের প্রথম দিনে সরকারি বিধিনিষেধ মানার ক্ষেত্রে দেখা গেছে ‘ঢিলেঢালা’ভাব। আর তা মানাতেও খুব বেশি কড়াকড়ি দেখা যায়নি । সোমবার ভোর ৬টায় লকডাউনের শুরু থেকেই চট্টগ্রাম পি.এ.বি সড়ক বাঁশখালীতে শুধু মাত্র যাত্রীবাহি বাস ছাড়া অন্যান্য সব চলাচলের দূশ্য দেখা গেছে। মালবাহী ট্রাক, মিনি ট্রাক, ড্রাম ট্রাক, সিএনজি, মোটর বাইক, রিকশা সহ বিভিন্ন প্রাইভেট গাড়ী স্বাভাবিক অন্যান্য দিনের মতোই বাঁশখালী সড়কে গাড়ী চলাচল করে। এদিকে সীমিত পরিসরে সরকারি অফিস-আদালতের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান খোলা থাকায় মানুষের সমাগম আগের মতোই দেখা গেছে। বাঁশখালী উপজেলা জুড়ে শপিং মল, হোটেল রেস্টুরেন্ট, ইলেকট্রনিক, মোবাইল, হার্ডওয়ার, রড়, সিমেন্ট সহ অধিকাংশ দোকানপাট একাংশ খোলা রেখেই ব্যবসা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এতে দেখা মিলে নেই কোন ধরণের সামাজিক দূরত্ব। এদিকে বাঁশখালী উপজেলায় ডাউনের প্রথম দিন সোমবার (৫ এপ্রিল) উপজেলার বিভিন্ন এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধে তদারকিমূলক অভিযান, সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী। অভিযানে সরকারি আদেশ অমান্য করে দোকানপাট খোলা রাখতে দেখে এবং বিনা প্রয়োজনে বাইরে ঘোরাফেরা ও মাস্ক পরিধান না করার (সংক্রমক) রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নিমূল) আইনে২৩ টি মামলা ও ৩ হাজার ৯ শত টাকা জরিমানা আদায় করেন। অভিযান কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন হয়ে সরকারি নির্দেশনা পালন করার অনুরোধ করছি। আমরা আপনাদের জরিমানা করতে চাই না, করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে আপনাদের সহযোগিতা চাই। SHARES Uncategorized বিষয়: