লকডাউন বাস্তবায়নে তৎপর গুইমারা থানার ওসি মিজানুর রহমান।

প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২১

মোঃফয়সাল (খাগড়াছড়ি প্রতিনিধি) লকডাউন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওসি মিজানুর রহমান অফিসার ইনচার্জ গুইমারা থানা।

গুইমারা থানার উদ্যোগে মাস্ক বিতরন এবং কঠোর অবস্থানের মধ্য দিয়ে সর্বাত্মক লকডাউন বাস্তবায়নের তৎপর রয়েছে পুলিশ সদস্যরা।

রবিবার সরেজমিনে দেখা যায় সকাল হতে উপজেলার যৌথ খামার,বটতলা, জালিয়াপাড়া এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থানে ওসি মিজানুর রহমান সহ পুলিশ সদস্যরা টহল চলমান । মোটর সাইকেল যোগে আসা যাত্রীদের ঘর থেকে বের না হতে সাবধান করছেন।

এছাড়াও মুভমেন্ট পাস চেক করছেন।এ কারনে উপজেলার বিভিন্ন সড়কে লকডাউনের নীরবতা ও চোখে পড়ে।
গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে বলেন।
পুলিশ সদস্যরা উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান করে সরকার প্রদত্ত লকডাউন বাস্তবায়নে কাজ করছেন। পাশাপাশি মাস্ক বিতরন করছেন।কেউ সরকারি নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে সাময়িক শাস্ত্রির মাধ্যমে করোনার বিষয়ে বুঝানোর চেষ্টা করছে গুইমারা থানার ওসি এবং সকল পুলিশ সদস্য।