সাংবাদিক ও পুলিশ পরিচয়ে প্রতারক ও চাঁদাবাজ চক্রের তিন আসামী গ্রেফতার। পূর্ব সংবাদ পূর্ব সংবাদ প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২১ নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী ছদু চৌধুরী রোড একতা আবাসিকস্থ চৌধুরী ভবন থেকে দুজন ভিকটিমকে উদ্ধার এবং আসামি চক্রের দুজন মেয়ে ও একজন পুরুষসহ তিনজনকে আটক করে পাহাড়তলী থানা পুলিশ। গত২১/০৪/২০২১খ্রিঃ তারিখ রাত সাড়ে নয়টার দিকে পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী ছদু চৌধুরী রোড একতা আবাসিকস্থ চৌধুরী ভবন (২২নং বাড়ী) এর ৩য় তলার পূর্ব দক্ষিণের ফ্ল্যাটের তথা আসামী মাসুদ রানা চৌধুরীর ভাড়াঘরের ভিতর আসামী মোঃ মাসুদ রানা চৌধুরী (৩৫) নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ভিকটিম ওসমান গণি (২৫) ও মোঃ ইকবাল হোসেন (৩৩) কে খারাপ মেয়ে দ্বারা আটক করে অস্ত্রের মুখে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা চাঁদা দাবী করে। ভিকটিমরা আসামীদেরকে চাঁদা না দিলে তাদের অশ্লীল ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিসহ প্রাণ নাশের হুমকি প্রদান করাসহ আসামীরা ঘরের মাধ্যে মাদক নিয়ে অবস্থান করে। পাহাড়তলী থানা পুলিশ উক্ত ঘটনার সংবাদ গোপন সূত্রে জানতে পারার পর আসামীদের গ্রেফতারের তৎপর হয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এরপর রাত তিনটার দিকে পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী ছদু চৌধুরী রোড একতা আবাসিকস্থ চৌধুরী ভবন (২২নং বাড়ী) এর ৩য় তলার পূর্ব দক্ষিণের ফ্ল্যাটের তথা আসামী মাসুদ রানা চৌধুরীর ভাড়াঘরের ভিতর হতে ঘটনার সাথে জড়িত সংঘবদ্ধ প্রতারক ও চাঁদাবাজ ১। মোঃ মাসুদ রানা চৌধুরী (৩৫), ২। লক্ষী রানী দাশ (৩৪), ৩। নার্গিস (২১)দেরকে গ্রেফতার করা হয় এবং ঘটনাস্থল হতে আসামীদের নিকট হতে ১। ০১ (এক)টি ক্যামেরা, ২। ০৪ (চার)টি মোবাইল, ৩। ০৩ (তিন)টি খেলনা পিস্তল, ৪। ০১ (এক)টি ধারালো ছোরা, ৫। ০২ (দুই)টি নান চাকু, ৬। সাংবাদিক পরিচয়ের ০২ (দুই)টি আইডি কার্ড, ৭। আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবহৃত ০১ (এক) জোড়া বুট, ৮। মাদক (ইয়াবা) ৪০ পিছ উদ্ধার করা হয়। গ্রেফতারের পর আসামীদেরকে জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করে। গ্রেফতারের পর আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানায় যে, ইতিপূর্বে আরো কয়েকবার আসামীরা নিজেদেরকে ডিবি পুলিশ, সংবাদ কর্মী পরিচয় প্রদান করিয়া অস্ত্র মুখে মানুষকে আটক করে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে। আসামীরা সমাজের বিত্তশালী ব্যক্তিদের টার্গেট করে খারাপ মহিলাদ্বারা প্রতারনার মাধ্যমে সু-কৌশলে বিভিন্ন প্রলোভন দেখাইয়া অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে নগদ টাকা আদায় করে থাকে। আসামীদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। আসামীদের নাম ও ঠিকানাঃ ১। মোঃ মাসুদ রানা চৌধুরী (৩৫), পিতা-মোঃ ওমর ফারুক, মাতা-গোলনাহার বেগম, সাং-দক্ষিণ কাট্টলী, ছদু চৌধুরী রোড, বশির শাহ মাজার সংলগ্ন, ছদু চৌধুরীর বাড়ী, থানা-পাহাড়তলী, জেলা-চট্টগ্রাম। ২। লক্ষী রানী দাশ (৩৪), স্বামী-সমীরন দাশ, পিতা-রতন দাশ, মাতা-পুষ্প রানাী দাশ, সাং-দোহাজারী (জামির জারি), থানা-চন্দনাইশ, জেলা-চট্টগ্রাম বর্তমানে-নতুন মনছুরাবাদ, ফিরোজশাহ, রশিদ সওদাগরের ভাড়াঘর, থানা-আকবরশাহ, জেলা-চট্টগ্রাম। ৩। নার্গিস (২১), পিতা-মৃত আব্দুস সোবাহান, মাতা-রেনু বেগম, সাং-মিরু খালী, হাওলাদার বাড়ী, থানা-মঠবাড়িয়া, জেলা-পিরোজপুর বর্তমানে-সাগরিকা মুরগীর ফার্ম, কবিরের ভাড়াঘর, থানা-পাহাড়তলী, জেলা-চট্টগ্রাম। SHARES Uncategorized বিষয়: