প্রধানমন্ত্রীর উপহার ইফতার সামগ্রী পেয়েছে গুইমারা উপজেলার মানুষ

প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২১

 

মোঃ ফয়সাল (খাগড়াছড়ি প্রতিনিধি) কোভিড -১৯ উত্তোরন ও পবিত্র মায়ে রমজান উপলক্ষে খাগড়াছড়ির গুইমারা উপজেলায় হতদরিদ্র অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ইফতার সামগ্রি বিতরন করেন।

প্রধানমন্ত্রীর উপহার ইফতার সামগ্রী বিতরণ করেত উপজাতীয় শরর্ণাথী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
বুধবার (২৮ এপ্রিল)সকালে গুইমারা মডেল অডিটরিয়াম ভবনএ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত ইফতার সামগ্রী খাগড়াছড়ি জেলা পরিষদের উদ্যোগে গুইমারা উপজেলার অনেক পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।

এই সময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি মহোদয়।
খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা পরিষদের সদস্য মেমং মারমা, জুয়েল ত্রিপুরা ,
গুইমারা উপজেলা নির্বাহি অফিসার জনাব তুশার আহাম্মদ।
গুইমারা থানার ওসি মিজানুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা ইউপি সদস্য চাইথোয়াই চৌধুরী ,রেদাক মারমা ও গুইমারা উপজেলা ছাত্রলীগের সভাপতি বাবু আনন্দ সোম
প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলায় মোট সাড়ে পাঁচ হাজার পরিবারের মাঝে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত প্রধানমন্ত্রীর ইফতার সামগ্রী বিভিন্ন ধাপে বিতরণ চলছে।