খাগড়াছড়ির গুইমারায় ৪৫০ লিটার মদ সহ আটক দুইজন। পূর্ব সংবাদ পূর্ব সংবাদ প্রকাশিত: ১:১০ পূর্বাহ্ণ, মে ৪, ২০২১ মোঃ ফয়সাল (খাগড়াছড়ি প্রতিনিধি) খাগড়াছড়ির গুইমারায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে ৪৫০ লিটার চোলাই মদ সহ দুজনকে আটক করেছে দুইজনকে। আটক কূতরা হলো সুমন দাস(৪০) চট্টগ্রাম জেলার বাশঁখালী পূর্ব চেচুলিয়া এলাকার সন্তোস দাসের ছেলে।অপর জন চালক হারুন(২৮)ফটিকছড়ি ভুজপুর থানার মোহাম্মদপুর এলাকার মোখলেছ মিয়ার ছেলে। নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ভোর পাচঁটার দিক খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম গামী একটি বাস গুইমারা ডাক্তার টিলা এলাকায় আসার পর যৌথবাহিনী তল্লসী করে ১৭ টি ক্রেটের ভিতর রাখা ৪৫০টি স্যালাইনের প্যাকেটে ৪৫০ লিটার চোলাই মদসহ সুমন দাস ও চালক হারুনকে আটক করা হয়েছে। গুইমারা থানার ওসি মিজানুর রহমান জানান, আটককৃতরা লকডাউন উপেক্ষা করে পাচঁ হাচার টাকায় একটি বাস রিজার্ব করে।ওই বাসে গত কাল রবিবার রাতে ৪৫০লিটার চোলাই মদ, চট্টগ্রামে নেওয়ার উদ্দেশ্যে লোড করে। সোমবার ভোরে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম যাওয়ার পথে গুইমারায় ডাক্তার টিলা এলাকায় আসার পর নিরাপত্তা বাহিনীর হাতে আটক হয় ।এঘটনায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়স্ত্রন আইনে আটক কৃতদের নামে গুইমারা থানায় মামলা দায়ের হয়েছে। SHARES Uncategorized বিষয়: