গুইমারায় ট্রাক-সিএনজি’র সংঘর্ষে প্রাণ গেল সিএনজি চালকের।

প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ণ, মে ৬, ২০২১

মোঃ ফয়সাল (খাগড়াছড়ি প্রতিনিধি) খাগড়াছড়ির গুইমারায় মাল বোঝাই ট্রাক ও যাত্রীবাহি সিএনজি’র (অটোরিক্সা) মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক মো: সোহাগ (১৯) এর মৃত্যু হয়েছে। নিহতের বাড়ী কুমিল্লার দেবিদ্বার বলে জানা যায়।

বৃহস্পতিবার (৬ মে ২১) দুপুর দেড়টার দিকে গুইমারা উপজেলার লুন্দুক্যাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ধুমড়ে মুচড়ে যায় দুর্ঘটনায় কবলিত সিএনজিটি।

পুলিশ ও স্থানীয়রা জানান,খাগড়াছড়ির-চট্টগ্রাম-ফেনীর আঞ্চলিক সড়কের গুইমারা থানাধীন লুন্দুক্যাপাড়া এলাকায় দুপুরে মুখোমুখী সংঘর্ষ হয় মাল বোঝাই ট্রাক (চট্ট মেট্রো- ট ১১- ৬৮৮২) এর সাথে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহি সিএনজি’র। এ সময় সিএনজিতে থাকা অন্য ২ যাত্রী আহত হলেও মারা যায় চালক মো: সোহাগ নামের যুবক। এ ঘটনায় ট্রাক ড্রাইভার মো: আব্দুল হক সাহেবকে আটক করেছে গুইমারা থানা পুলিশ।

পুলিশ নিহতের লাশ উদ্ধার করলেও ময়না তদন্ত ছাড়াই নিহতের পরিবারের হাতে লাশ হস্থান্তর করেছে। এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে গুইমারা থানায় অভিযোগ দায়ের করেছে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।