রাঙ্গুনিয়ায় ইসরাইলী বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ছাত্রসেনার।

প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, মে ২২, ২০২১

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম(রাঙ্গুনিয়া প্রতিনিধি) ফিলিস্তিনের প্রতি ইসরাইলি বর্বরতার প্রতিবাদে রাঙ্গুনিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(২০মে) বিকেলে রাজানগর ও ইসলামপুর ইউনিয়ন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা’র যৌথ আয়োজনে রানীর হাট বাজার চত্বরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি রানীর হাট বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে রানীর বাস কাউন্টারের সামনে প্রতিবাদ সমাবেশ রাজানগর ইউনিয়ন ছাত্রসেনার সভাপতি মুহাম্মদ ইয়াছিন আরাফাতের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী যুবসেনা কেন্দ্রীয় পরিষদের পরিকল্পনা বিষয়ক সম্পাদক এইচ এম শহীদুল্লাহ। প্রধান বক্তা ছিলেন উপজেলা উত্তর ছাত্রসেনার সভাপতি আব্দুল খালেক তালুকদার। ইসলামপুর ইউনিয়ন ছাত্রসেনার সাধারণ সম্পাদক হাছান মাহমুদ জুয়েলের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রসেনার সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ ইদ্রিস, মাওলানা মোঃ মহিউদ্দিন, ইসলামপুর ইউনিয়নের বাংলাদেশ ইসলামী যুবসেনা সভাপতি হাফেজ মোহাম্মদ তারেক, রাজানগর ইউনিয়ন ইসলামী ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন, মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল মাসুম, যুবনেতা মোঃ আইয়ুব আলী, মুহাম্মদ শহীদুল্লাহ কায়সার, রাঙ্গুনিয়া উপজেলা উত্তরের সহ সাধারণ সম্পাদক আজিজুল হক, ১৩নং ইসলামপুর ছাত্রসেনা সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, রাজানগর ছাত্রসেনার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আহমদ মোস্তফা ছাত্রনেতা মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ তাহের, মোহাম্মদ নেজাম প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন,মুসলমানদের অধিকার রক্ষায় আমাদের এগিয়ে আসতে হবে, মানবাধিকার লঙ্ঘনকারী ইসরাইলে সন্ত্রাসীদের বিরুদ্ধে বহিঃবিশ্ব কে রুখে দাঁড়াতে এবং ইসরাইলিপণ্য বর্জনের পাশাপাশি বহিঃবিশ্বের মুসলমানদেরকে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহবান জানাচ্ছি।বক্তারা বাংলাদেশের প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, ফিলিস্তিনিদের বিপর্যয় কাটিয়ে তোলার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি ত্রাণ তহবিল গঠন করে তাদের জন্য প্রেরণ ও আহতদের জন্য চিকিৎসা সামগ্রী সহায়তা প্রেরণ আহ্বান জানান। মানববন্ধন শেষে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কুশপত্তলিকা পুড়ানো হয়।