রাঙ্গুনিয়ার ইছামতি নদীসহ অন্যান্য জলাশয় দূষণমুক্ত এবং এলাকার পরিবেশ সুরক্ষিত রাখতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরাম’র স্মারকলিপি প্রদান।

প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, মে ২৪, ২০২১

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার প্রাণকেন্দ্র রোয়াজারহাটের পাশ দিয়ে বয়ে চলা ইছামতী নদীর দূষণ ও ভরাট রোধ করতে এবং এর পাশাপাশি উপজেলার অন্যান্য জলাশয়ের দূষণ ও দখল রোধে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরামের উদ্যোগে ইউএনও ও উপজেলা চেয়ারম্যান এবং পৌরসভার মেয়র’কে স্মারকলিপি প্রদান।

 

রোববার(২৩মে) সকালে চবি রাঙ্গুনিয়া স্টুডেন্ট ফোরামের নেতৃবৃন্দরা উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রাঙ্গুনিয়া পৌরসভার মেয়রের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরামের সাধারণ সম্পাদক মিনহাজুর রহমান শিহাব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রাব্বি ও সাংগঠনিক সম্পাদক রাজেশ দাশ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, স্মারকলিপির প্রেক্ষিতে শীঘ্রই স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এবং পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে সম্মিলিত প্রয়াসে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরামের এমন সময়োপযোগী উদ্যোগের ভূয়সী প্রশংসাও করেন তিনি। পৌরসভার মেয়র শাহজাহান সিকদার বলেন, ইছামতী নদীসহ অন্যান্য জলাশয় এবং এলাকার পরিবেশ সুরক্ষিত রাখতে দ্রুত বৈঠকের মাধ্যমে পদক্ষেপ গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত ২০ মে রাঙ্গুনিয়া উপজেলার রোয়াজারহাটে “ইছামতী নদী বাঁচাও, পরিবেশ ও শস্য ভাণ্ডার বাঁচাও, ভরাট-দূষণ রোধ করি, পরিবেশ রক্ষা করি ” স্লোগানে স্লোগানে আবহমান রাঙ্গুনিয়ার পরিবেশের ধারক ইছামতী নদীর দূষণ ও ভরাট রোধ করে নদী রক্ষা ও পরিবেশ বাঁচাতে জনসচেতনতা তৈরিতে মানববন্ধন করা হয়।