রাঙ্গুনিয়ায় বন বিভাগের জমি উদ্ধার করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় রেঞ্জ কর্মকতাসহ আহত-৭।

প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, মে ৩১, ২০২১

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম (রাঙ্গুনিয়া প্রতিনিধি) রাঙ্গুনিয়া উপজেলার হোসনাবাদে বন বিভাগের আওতাধীন শেখ রাসেল এভিয়ারি এন্ড ইকো পার্ক সীমানার উত্তর পশ্চিম দিকে জঙ্গল নিচিন্তাপুর এলাকার কাছাকাছি পার্কের সীমানা বাউন্ডারির বিতরে অবৈধভাবে রাতারাতি কয়েকটি ঘর বাড়ি নির্মান করেন সন্ত্রাসীরা এ খবর বন বিভাগের কর্মকতারা জানতে পারলে প্রাথমিক ভাবে ঘর নির্মান করতে বাধা দেন।

বন বিভাগের বাধা উপেক্ষা করে রাত্রের অন্ধকারে ৪-৫টা ঘর নির্মান করেন। রাতারাতি নির্মান করা অবৈধ ঘরগুলো উচ্ছেদ করার জন্য (৩১মে সোমবার) বন বিভাগের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

উচ্ছেদ অভিযান শেষ পর্যায়ে হঠ্যাৎ সন্ত্রাসীরা অতর্কিত ভাবে বন বিভাগের লোকজনের উপর দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে হামলা করে গুরুতর আহত করেন রাঙ্গুনীয়া রেঞ্জ কর্মকতা মাসুম কবির, রাঙ্গুনীয়া রেঞ্জের আওতাধীন চিরিঙ্গা বিট কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেন,

শেখ রাসেল এভিয়ারী এন্ড ইকো পার্কের স্টাফ জতিময় বড়ুয়া, আব্দুল হাই, সাইফুল, আনোয়ার হোসেন আহত হয়। সন্ত্রাসীদের হামলায়

আহত বন কর্মকতাদের উদ্ধার করে রাঙ্গুনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান,রেঞ্জ,ও বিট কর্মকতার অবস্হা আশংঙ্কা জনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে চট্রগ্রাম মেড়িকেল প্রেরন করেন,

এদিকে রাঙ্গুনিয়া থানা পুলিশ কর্মকতা(ওসি) মাহবুব মিল্কি ঘটনাস্থল পরিদর্শন করে দোষি ব্যক্তিদের আইনের আওতায় আনার করা জানান।