রাঙ্গুনিয়ায় প্রাণীসম্পদ প্রর্দশনী অনুষ্ঠিত।

প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, জুন ৬, ২০২১

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম(রাঙ্গুনিয়া প্রতিনিধি) প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক এ প্রর্দশনীর উদ্বোধন ও সমাপনি অনুষ্ঠান রাঙ্গুনিয়া উপজেলা প্রাণিসম্পদ চত্বরে আয়োজিত উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

 

শনিবার (০৫ জুন) সকাল সকালে অনুষ্ঠিত প্রাণিসম্পদের পদর্শনী উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, ডাক্তার কল্পনা চাকমা,ডাক্তার হারুনুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক জসিম উদ্দীন তালুকদার, ডাক্তার ইকবাল হোসেন প্রমূখ।

 

প্রাণিসম্পদ প্রদর্শনীতে ২৫টি স্টলে উপজেলার বিভিন্ন খামারীদের পালনকৃত ঘোরা, মহিষ,গয়াল, গরু, ছাগল, হাস, মুরগী, কবুতর,ভেড়া, ময়ূর, টার্কি হাঁস, সহ বিভিন্ন প্রজাতির পশু-পাখি প্রদর্শন করেন অতিথিরা।