রাঙ্গুনিয়ায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ৩ মেশিন পুড়িয়ে ধ্বংস,২ জনকে অর্থদণ্ড। পূর্ব সংবাদ পূর্ব সংবাদ প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্ণ, মে ৩১, ২০২১ নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ইছামতী খাল থেকে সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বালু তোলার ৩ টি মেশিন আগুনে পুড়ে ধ্বংস করেছে এবং বালু উত্তোলন কাজে কর্মরত ২ লেবারকে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে। রবিবার(৩০ মে ) বেলা ১২ টার দিকে উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়াস্থ শান্তিনিকেতন এলাকায় ও দক্ষিণ রাজানগর ইউনিয়নের রাজারহাটস্থ সেতুর পাশে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। অর্থদণ্ডে দণ্ডিতরা হলেন উপজেলার পারুয়া ইউনিয়নের বাসিন্দা নির্মল নাথের ছেলে সনজিত নাথ(৪৫) এবং উপজেলার রাজানগর ইউনিয়নের বাসিন্দা জাকির হোসেনের ছেলে আবদুল কুদ্দুস(৪০)। রাঙ্গুনিয়ার ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, ইছামতী খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগ পেয়ে পৃথক অভিযান চালিয়ে ৩ টি বালু তোলার মেশিন পুড়ে ধ্বংস করা হয়েছে এবং বালু উত্তোলন কাজে কর্মরত ২ ব্যাক্তিকে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। SHARES Uncategorized বিষয়: