“ডাকঘর” প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে। পূর্ব সংবাদ পূর্ব সংবাদ প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, মে ১১, ২০২১ নিজস্ব প্রতিবেদকঃ সাধারণ ভাবে প্রতিটি সামাজিক সংগঠন বা সংস্থা ভিন্নভাবে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে চাইলেও সকলের মূল উদ্দেশ্য থাকে একটাই। আর সেই উদ্দেশ্য হলো মৌলিক চাহিদার বাস্তবায়ন। চট্টগ্রামের “ডাকঘর” ও এর ব্যতিক্রম নয়। প্রতিবারই তারা চেষ্টা করে সুবিধাবঞ্চিত শিশু ও মানুষের পাশে দাঁড়ানোর। হোক তা শিক্ষার দিক দিয়ে অথবা খাদ্যের দিক দিয়ে। বৈশ্বিক মহামারী “কোভিড-১৯” বিশ্বের প্রায় সকল স্তরের মানুষ কে আর্থিক ও মানসিকভাবে বিধ্বস্ত করেছে। কিছু মানুষ এর থেকে পরিত্রাণ পেলেও বেশিভাগ মানুষ এক্ষেত্রে পূর্বের অবস্থায় ফিরে যেতে সক্ষম হয় নি। তাই মানবিক দিক থেকে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে “ডাকঘর”। প্রতিবারের মত “ডাকঘর” পবিত্র রমজান মাসে চেষ্টা করেছে স্বল্প সংখ্যক মানুষের হাতে ইফতার তুলে দেয়ার। এরই পাশাপাশি তারা খোঁজ নিয়ে এমন কিছু পরিবারের সন্ধান পেয়েছে যারা ১ম স্তরের লকডাউনের রেশ কাটিয়ে উঠতে সক্ষম হয় নি এবং ২য় স্তরের লকডাউন তাদের দৈনন্দিন জৈবিক চাহিদা পূরণে ব্যাপক বাঁধা প্রদান করেছে। তাদের পরিবারের সাথে যোগাযোগ করে জানা যায় যে তারা তাদের পরিবার চালাতে রীতিমত হিমশিম খাচ্ছে। তাই “ডাকঘর” সেই সকল পরিবারের কাছে নিজেদের সামর্থ্য অনুযায়ী এক সপ্তাহের ত্রাণ উপহার হিসেবে তুলে দিয়েছে। এই ত্রাণ তাদের জীবনে হয়ত তেমন কোন পরিবর্তন আনবে না, তবে ইদের কয়েকদিন তারা দুশ্চিন্তা মুক্ত থাকবে,হাসি ফুটবে তাদের মুখে। আর এর চেয়ে বড় পাওনা একজন মানুষ বা একটি সংগঠনের কাছে আর কিছুই নেই। “ডাকঘর” চাই সকলের সহযোগিতায় ত্রাণে অপছন্দের পরিমাণ বাড়াতে যা আরো বেশি সংখ্যক মানুষের মুখে ফুটাবে হাসি আর বয়ে আনবে অনাবিল আনন্দ। SHARES Uncategorized বিষয়: