গুইমারা উপজেলায় ফায়ার সার্ভিস স্থাপনের দাবী সাধারন মানুষের।

প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, মে ১৭, ২০২১

মোঃফয়সাল (খাগড়াছড়ি প্রতিনিধি)খাগড়াছড়ির গুইমারায় ফায়ার সার্ভিস স্থাপনের দাবী সকল মানুষের।

ফায়ার সার্ভিস সেবা নিতে হয় পাশ্ববর্তী উপজেলা থেকে। ফায়ার সার্ভিস না থাকায় অগ্নি কান্ডের ঘটনায় ইতি মধ্যে ক্ষতিগ্রস্থ হয়েছে অনেকে।

গত এক বছরে গুইমারা উপজেলার ডাক্তার টিলা,র্দাজিলিং পাড়া,ইন্দ্রমনি পাড়া, বটতলী মাষ্টার পাড়া গুইমারা বাজারসহ প্রায় নয়টি অগ্নি কান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২ থেকে ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, গুইমারা উপজেলায় একটি ফায়ার সার্ভিস স্টেশন থাকলে অগ্নিকান্ডে এতো ক্ষতি হতোনা। পাশ্ববর্তী উপজেলা রামগড় ও মাটীরাঙ্গা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি আসতে আসতে সবকিছু পুড়ে ছাঁই হয়ে যায়। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহন করার দাবী জানান এলাকাবাসী।